জিপি সিমের মালিকানা বের করার উপায় ২০২৪ । মাইজিপি অ্যাপ দিয়ে কতগুলো সিমের মালিক তা জানতে পারবেন - Technical Alamin
টিপস এন্ড ট্রিকস

জিপি সিমের মালিকানা বের করার উপায় ২০২৪ । মাইজিপি অ্যাপ দিয়ে কতগুলো সিমের মালিক তা জানতে পারবেন

জিপি অ্যাপ থেকে সিমের মালিকানা যাচাই করা যায়-এছাড়াও *১৬০০১# ডায়াল করেও আপনি জিপি সিম কোন এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সেটিও বের করা যায়– জিপি সিমের মালিকানা বের করার উপায় ২০২৪

স্মার্টফোন দিয়ে চেক করা যায়? হ্যাঁ। এখন স্মার্টফোন প্রায় টেকনোলজিক্যাল ব্যক্তি ব্যবহার করে। মোবাইল ফোনে সিম ব্যবহার করতে হলে আগে সেটি রেজিস্ট্রেশন করতে হয়। কেউ তার নিজের ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে সিম রেজিস্ট্রেশন করতে পারেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঘোষণা অনুযায়ী, একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করা যায়। আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে পারবেন খুব সহজে কোনো ধরনের ঝামেলা ছাড়াই শুধু মাত্র MyGp অ্যাপ দিয়ে যাচাই করা যায়। 

সিম কিনতে কি কি কাগজপত্র লাগে? গ্রাহক সেবা কেন্দ্রে স্বশরীরে যেতে হবে। আপনার অপারেটরের যেকোনো গ্রাহক সেবা কেন্দ্রে যান। নতুন সিম ফি প্রদান করে নিতে পারবেন। আপনার NID নম্বর এবং পরিচয়পত্র সহকারে উপস্থিত হন। গ্রাহক সেবা কর্মীকে আপনার সিমের মালিকানা সম্পর্কে জিজ্ঞাসা করুন। তারা আপনাকে আপনার NID নম্বরে রেজিস্ট্রেশন করা সকল সিমের তালিকা প্রদান করবে। সাথে করে আপনার মূল NID কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে।কর্মক্ষেত্রের সময়সূচী অনুযায়ী গ্রাহক সেবা কেন্দ্রে যান। আপনি আপনার অপারেটরের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করেও আপনার সিমের মালিকানা চেক করতে পারেন। কিছু অপারেটর তাদের ওয়েবসাইটে সিম মালিকানা চেক করার সুবিধাও প্রদান করে। আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক উপায়টি বেছে নিন।

দেশের কতজন গ্রামীনফোনের সিম ব্যবহার করে? ২০২৪ সালের মার্চ মাসের শেষ পর্যন্ত, বাংলাদেশে গ্রামীণফোনের মোট ৭ কোটি ৯০ লাখ সক্রিয় গ্রাহক রয়েছে। এই সংখ্যাটি বাংলাদেশের মোট মোবাইল ফোন গ্রাহকের প্রায় ৩৭%। গ্রাহক সংখ্যার দিক থেকে গ্রামীণফোন বাংলাদেশের বৃহত্তম মোবাইল অপারেটর। সক্রিয় গ্রাহকের সংখ্যা প্রতি মাস পরিবর্তিত হতে পারে। এই সংখ্যাটি শুধুমাত্র গ্রামীণফোনের মোবাইল ফোন গ্রাহকদের অন্তর্ভুক্ত করে। ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত সিমগুলি এই সংখ্যায় অন্তর্ভুক্ত নয়।

গ্রামীনফোন সিমের মালিকানা ঘরে বসেই জানা যায়/অ্যাপের মাধ্যমে সিমের মালিকানা যাচাই করা যায়

যেই সিম থেকে জানতে চাচ্ছেন বা কোডটি ডায়াল করছেন, সেই সিমটি অবশ্যই আপনার NID নম্বরে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। এই USSD কোডটি যেকোনো অপারেটরের সিমের জন্য কাজ করে।

Caption: Owner Checking by MY GP APP

MY GP Own Sim Checking Process 2024 । জিপি অ্যাপ হতে যেভাবে চেক করবেন।

  1. MyGp অ্যাপ ওপেন করে Menu অপশন অথবা More Click  এ ক্লিক করুন।
  2. SIMs You Own অপশনে ক্লিক করুন।
  3. জাতীয় পরিচয় পত্র (NID) এর লাস্ট বা শেষে ৪ (চার) সংখ্যা দিয়ে Continue এ ক্লিক করুন।
  4. চলে আসবে আপনার জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা আছে।
  5. যদি রেজিস্ট্রেশন একটি সিমও করা না থাকে Invalid দেখাবে অন্যথায় সিম নাম্বার গুলার প্রথম ও লাস্ট সংখ্যা গুলো দেখতে পারবেন। জিপি সেন্টারে গিয়ে বিস্তারিত বা পুরো নম্বর জানতে পারবেন।

সিমের মালিকানা বের করার নিয়ম কি?

USSD কোড ব্যবহার করে মালিকানা দেখা যায়। প্রথমে মোবাইল ফোন থেকে 16001# ডায়াল করুন এবং ফিরতি এসএমএস-এ আপনার জাতীয় পরিচয়পত্রের (NID) নম্বরের শেষের চারটি সংখ্যা লিখে পাঠান। কিছুক্ষণ পর, আপনার NID নম্বরে রেজিস্ট্রেশন করা সকল সিমের তালিকা এসএমএস-এ পাঠানো হবে।

SIM Registration Check by SMS । NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে দেখে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *